সারাদেশ

নার্সরা প্রথম শ্রেণীর মর্যাদায় নিয়োগ চাইলেন 

‎Sunday, ‎10 ‎May, ‎2015   02:30:35 PM

হাসান সাইদুল :

সরকারী চাকরিতে নিয়োগে প্রথম শ্রেণীর মর্যাদা দাবি করলেন চার বছর মেয়াদী ‘বিএসসি ইন নার্সিং’ কোর্স করা শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে রবিবার সকালে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান তারা। বিভিন্ন নার্সিং কলেজের সম্মিলিত উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ ইন্টার্ন নার্সেস এ্যাসোসিয়েশনের (বিনা) সভাপতি নাহিদা আক্তার বলেন, ‘ডিপ্লোমা নার্সদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দেওয়া হয়েছে। সেই হিসেবে আমরা বিএসসি করা নার্সরা ১ম শ্রেণী পদমর্যাদা দাবি করতেই পারি।’

নিয়োগ বিধি না হওয়ায় বিএসসি কোর্স করা প্রায় দুই হাজার নার্সের কোথাও নিয়োগ হয়নি জানিয়ে বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির (বিবিজিএনএস) সদস্য সুজয় বিশ্বাস বলেন, ‘সরকার নার্সিংয়ে বিএসসি কোর্স চালু করেছে কিন্তু এরপর আমাদের কিভাবে নিয়োগ হবে সেই বিধিমালা চালু করা হয়নি। প্রায় আট হাজার পদ খালি থাকা সত্ত্বেও আমাদের নিয়োগ হচ্ছে না।’

তিনি বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী চলতি মে মাসের মধ্যে নিয়োগবিধি করার কথা বলেছেন। দ্রুত সময়ের মধ্যে নিয়োগবিধি করাসহ আমাদের প্রথম শ্রেণীর পদমর্যাদা দেওয়া না হলে আন্দোলন কর্মসূচী আরও জোরদার করা হবে।’

মানববন্ধন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—বিবিজিএনএসএর সহ সভাপতি রাজীব কুমার বিশ্বাস, ঢাকা নার্সিং কলেজ স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি এনামুল হকসহ বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

চাঁদপুর টাইমস : এমআরআর/2015

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes

Share