ঝিনাইদহ শহরের আদর্শপাড়া বকুলতলা এলাকায় সোমবার (২২ আগস্ট) স্বামী কর্তৃক নার্সকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ উঠেছে।
নিহতের নাম তানজিলা (২২ ) ঝিনাইদহ শহরের পাগলা কানাই এলাকার কোড়াপাড়ার আব্দুল গনি মেম্বারের মেয়ে। তিনি ঢাকার পপুলার ডাঢাগোনস্টিক সেন্টারে স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (২৩ আগস্ট) মুক্তিযোদ্ধা কোটায় ঢাকার মহাখালীতে সরকারি নার্স হিসেবে যোগদান করার কথা ছিল।
কিন্তু তার আগেই সোমবার বিকালে স্বামী নাজমুল হাসান জুয়েল নির্যাতন করে তাকে হত্যা করেছে বলে তানজিলার পরিবার অভিযোগ করেছেন ।
এ ঘটনার পরে থেকে স্বামী জুয়েলসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। এদিকে তানজিলা হত্যার প্রতিবাদ ও ঘাতক স্বামী জুয়েলের বিচারের দাবিতে মঙ্গলবার দুপুরে শহরের হামদহ থেকে প্রেরণা-৭১ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।
তানজিলার মা বিথি বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন,‘ গত চার মাস আগে শহরের বকুলতলা এলাকার আব্দুল বাকী বিল্লার ছেলে নাজমুল হাসান জুয়েলের সাথে পারিবারিক ভাবে মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী জুয়েল বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রায়ই তানজিলাকে নির্যাতন করতো।’
নির্যাতরে খবর পেয়ে তানজিলার বাবা আব্দুল গণি সোমবার সকালে মেয়ে আনতে আদর্শপাড়ার শ্বশুর বাড়ির যান। কিন্তু তানজিলাকে দেয়া হয়নি। বিকালে জানতে পারেন তানজিলা মারা গেছেন।
তানজিলার বাবা আব্দুল গনি মেম্বর অভিযোগ করেন, ‘আমার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আমির এর বিচার চাই।’
তানজিলার বাবার বন্ধু ঝিনাইদহ জেলা বাস্তহারালীগের সভাপতি ওবাইদুর রহমান মাসুদ বলেন, ‘মেয়েটি ছোট বেলা থেকে আমাদের চোখের সামনে মনুষ হয়েছে। খুব ভদ্র-ন¤্র স্বভাবের ছিল। তাকে হত্যা করা হয়েছে।’
তিনি আরো জানান, ‘তানজিলার নানা হাবিবুর রহমান বীর মুক্তিযোদ্ধা। নানার কোটায় সে একটি সরকারি চাকরী পান। মঙ্গলবার সরকারী নার্স হিসেবে তার যোগদানের কথা ছিল।’
বিষয়টি নিয়ে ঝিনাইদহ সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) গোপিনাথ কানজিলাল চাঁদপুর টাইমসকে জানান, ‘প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে তানজিলা আত্মহত্যা করেছে। তবে তানজিলার পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ করায় বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
শের পক্ষ থেকে তানজিলার পরিবারকে মামলা করা জন্য বলা হয়েছে বলেন জানান এ কর্মকর্তা।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/TAREQ.jpg” ] প্রতিবেদক- জাহিদুর রহমান তারেক, ঝিনাইদহ করেসপন্ডেন্ট [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur