চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক:
জামালপুরে জেলা শিক্ষা অফিসার লায়লা খানমের বক্তৃতা, কোরআন তেলাওয়াত হাদীস ইসলামী গান নিয়ে ইউটিউবে ঝড় বইছে।
জামালপুর মডেল মাদ্রাসার দাখিল (এসএসসি সমমান) পরীক্ষার্থীদের দোয়া ও বিদায়ী অনুষ্ঠানে বিদায়ীদের উদ্দেশ্যে বক্তব্য দেন জামালপুর জেলা শিক্ষা অফিসার। তিনি বক্তব্যের শুরুতে স্বাভাবিক নিয়মে ইসলামী কায়দায় শুরু করেন, পরবর্তীতে কোরআন ও হাদীস থেকে তথ্যনির্ভর বক্তব্য দেন। বক্তব্যের শেষের দিকে কাজী নজরুল ইসলামের “এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানী” সংগীতটি পরিবেশন করেন।
ওই অনুষ্ঠানে বক্তব্যের ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
সেখানে লায়লা খানমকে গায়িকা, লেখিকা হিসেবে উল্লেখ করা হয় ।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur