দেশের ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে প্রথম নারী রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করলেন সালমা আক্তার।
সোমবার কমলাপুরে শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘ ও উত্তর বারিধারার মধ্যকার ম্যাচে সহকারী রেফারির ভূমিকায় ছিলেন সালমা। সুবাদে ইতিহাসেই ঢুকে গেছেন তিনি।
দেশের ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে সালমাই যে প্রথম নারী রেফারি তা নিশ্চিত করেছেন ম্যাচটিতে ম্যাচ কমিশনারের দায়িত্বে থাকা ইব্রাহিম নেসার।
সাবেক এই ফিফা রেফারি বলেন, ‘ছেলেদের প্রিমিয়ার লিগের ম্যাচে আজই প্রথম কোনো নারী রেফারিকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে কখনো এমনটা হয়নি।’
সালমা এখন ফিফার সহকারী রেফারি হিসেবে আছেন। তার নাম এলিট রেফারি প্যানেলের জন্যও পাঠানো হয়েছে। ফিফা তাই সালমার ম্যাচ পরিচালনার ভিডিও চেয়েছিল। বর্তমানে মেয়েদের কোনো খেলা না থাকায় ছেলেদের খেলাতেই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ইব্রাহিম নেসার বলেন, ‘এই ধরনের ম্যাচ পরিচালনা করার মতো সামর্থ্যও তার আছে।’
ঢাকা চীফ ব্যুরো, ১৭ আগস্ট, ২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur