খুব শিগগিরই নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (উইমেন্স বিপিএল) শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নিলাম শুরু হওয়ার আগে এই তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে রোববার বিকেলে বিপিএলের দ্বাদশ খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়। তবে শুরুতে স্বাগত বক্তব্য দেওয়ার সময় নারী বিপিএল আয়োজনের ঘোষণা দেন বিসিবি সভাপতি।
উদ্বোধনী বক্তব্যে বুলবুল বলেন, ‘আমি ঘোষণা দিতে চাই যে, আমরা খুব শিগগিরই নারী বিপিএল শুরু করছি। আপনারা যদি নিজেদের পুরুষ দলের পাশাপাশি নারীদের দল রাখতে চান, তাহলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে।’
তার এই বক্তব্যে দেশের নারী ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি লিগ ব্যবস্থায় নতুন সম্ভাবনা উন্মোচনের ইঙ্গিত পাওয়া যায়।
এর আগে চলতি বছরের শুরুতে বিপিএল একাদশ আয়োজনে একই পরিকল্পনার কথা জানানো হলেও সেটি বাস্তবায়ন হয়নি। তবে নতুন করে বুলবুলের ঘোষণা নারী ক্রিকেটের উন্নয়নে বিসিবির অঙ্গীকারকে আরও দৃঢ় করল বলেই মনে করা হচ্ছে।
তথ্যসূত্র: অনলাইন ডেস্ক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur