মতলবে নারী নির্যাতন ও শিশু অপহরণকারীর আসামিসহ আটক ৮

চাঁদপুরের মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের নির্দেশনায় এসআই মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মতলব উত্তর থানাধীন মতলব উত্তর থানাধীন বেলতলী বাজারের উত্তরে তারা মিয়ার বাড়ীর সামনে থেকে ১০ আগষ্ট অভিযান চালিয়ে লঞ্চঘাট যাওয়ার রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী জালাল উদ্দিন (৪৫), পিতা- মৃত জিন্নত আলী, সাং-বদরপুর (বেপারী বাড়ী) ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

তাছাড়া এএসআই মোঃ দুলাল হোসেন, মতলব উত্তর থানা, চাঁদপুর চক বাজার থানার মামলা নং- ৭(৮)১৭, ধারা- ১৯৯০ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিল ৭(ক), প্রসেস নং- ১৯৭৮/১৯ এবং মোকদ্দমা নং- ৮৭/২০, ধারা- যৌতুক নিরোধ আইনের ৩, প্রসেস নং- ৮৮৪/২০, মূলে ১। মোঃ নুরুল আমিন, পিতা- মোমের আলী দেওয়ান, সাং- ছেংগারচর, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর, ২। মোঃ আলম হোসেন, পিতা- মোঃ নুর মোহাম্মদ সাং- সমরোজকান্দি, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরদ্বয়কে গ্রেফতার করেন।

এসআই (নিরস্ত্র) মোঃ মোবারক আলী পূর্বের নিয়মিত মামলার এজাহার নামীয় আসামী ১। মোঃ রুবেল মিয়া(৩১), পিতা- মোঃ রফিকুল ইসলাম, ২। নাছিমা বেগম(৪৬), স্বামী- রফিকুল ইসলাম, উভয় সাং- তাতুয়া, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরদ্বয়কে গ্রেফতার করেন।

এসআই(নিরস্ত্র) আল আমিন পূর্বের নিয়মিত মামলার এজাহার নামীয় আসামী মোঃ টিপু দেওয়ান প্রকাশ টিপন(২৬), পিতা- মৃত হাসেম দেওয়ান, সাং- শাখাড়ীপাড়া, ২। হানির পাড় গ্রামের মুক্তার এর ছেলে নারী নির্যাতন ও শিশু অপহরণকারী মামলার আসামি মুজাহিদ উভয় থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরদ্বয়কে গ্রেফতার করেন।

এবং এসআই মোঃ রমিজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ পূর্বের নিয়মিত মামলার তদেন্তপ্রাপ্ত সন্ধিগ্ধ আসামী প্রদীপ নম, পিতা- মৃত সুভাষ নম, সাং- মুস্তফাপুর,(হিন্দু বাড়ী), বর্তমানে বেলতলী আশ্রয়ন কেন্দ্র ৬০নং ঘর, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সকল আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

Share