চাঁদপুর

‘নারী নির্যাতন ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে’

চাঁদপুর পৌরসভার জেলা জেন্ডার কমিটির আয়োজনে আন্তজার্তিক নারী দিবসে আলোচনাসভায় পৌর মেয়র

আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে চাঁদপুর পৌরসভার জেলা জেন্ডার কমিটির আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে চাঁদপুর পৌরসভা বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভায় এসে শেষ হয়ে আলোচনাসভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র নাছির উদ্দিন আহম্মদ।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করছে। নারীরা যেনো সমাজে অবহেলিত না হয়ে প্রতিষ্ঠিতভাবে কাজ করতে পারে। অনেকক্ষেত্রে নারীরাও পুরুষের চেয়ে অধিক কাজ করে। সেজন্য যারা নারী নির্যাতন করে তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

জেলা জেন্ডার কমিটির আহবায়ক ও কাউন্সিলর আয়শা রহমানের সভাপতিত্বে ও ফরিদা ইলিয়াসের পরিচালনায় পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার সচিব মো. আবুল কালাম ভূঁইয়া।

এ সময় চাঁদপুর পৌরসভার কর্মকতা ও কর্মচারী সহ জেন্ডার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মাজহারুল ইসলাম অনিক, স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর টাইমস

 

|| আপডেট: ০৬:০৫ অপরাহ্ন, ০৮ মার্চ ২০১৬, মঙ্গলবার

এমআরআর

Share