চাঁদপুরের হাজীগঞ্জে গত তিনদিন ধরে সাজুদা বেগম (৫৫) নামের একজন সহজ-সরল (মানসিক প্রতিবন্ধী) নারী নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।
এ ঘটনায় ২৪ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে (নং- ১২১২, তারিখ- ২৪/১২/২০১৯ইং)।
নিখোঁজ সাজুদা বেগম হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের দক্ষিণ পাড়া সর্দার বাড়ির (কাশেম কাউন্সিলর বাড়ী) মৃত মমতাজ উদ্দিনের মেয়ে।
কেউ ওই নারীর সন্ধান পেয়ে থাকলে তার বড় ভাই মো. আনোয়ার হোসেন আনু, ০১৮২৪-৯০২৫৬৭, ছোট ভাই দেলোয়ার হোসেন খোকন ১৭৪৮-৩১১৮৪৭ এর মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।
নিখোঁজের পারিবারিক সূত্রে জানা গেছে, সাজুদা বেগম একজন মানসিক প্রতিবন্ধী মহিলা। তবে তিনি নাম, ঠিকানাসহ সব কিছু বলতে পারেন। প্রতিদিন তিনি ঘর থেকে বের হয়ে, আবার সন্ধ্যায় ঘরে ফিরে আসেন। কিন্তু গত সোমবার তিনি দুপুরে ঘর থেকে বের হয়ে আজ পর্যন্ত (বুধবার) ফিরে আসেননি।
হারিয়ে যাওয়ার সময় তার পরনে কালো রঙ্গের মধ্যে সাদা ফুলের কাপড় পরিহিত এবং মাথায় গোলাপি ওড়না ছিলো। তার গায়ের রং- শ্যামলা, মুখমন্ডল লম্বাকৃতি। তিনি চাঁদপুরের আঞ্চলিক ভাষায় কথা বলেন।
প্রেস বিজ্ঞপ্তি, ২৫ ডিসেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur