নারীর সাথে জড়াজড়ি করে চাকরি হারালেন মন্ত্রী [ভিডিও]

আন্তর্জাতিক ডেস্ক, চাঁদপুর টাইমস ডটকম :

নেপালের কৃষিমন্ত্রী। কৃষকদের নিয়েই এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হঠাৎ কী মতিগতি হলো- মঞ্চ থেকে নেমে কৃষাণিদের জোর করে জড়িয়ে ধরে গায়ে মুখ ঘুষতে শুরু করলেন তিনি। কে এক জন জোরে সিটি বাজালো। এই ফাঁকে মোবাইলে ছবি তুলে সাথে সাথে ফেসবুকে পোস্ট। আর যায় কোথায়! ভার্চুয়াল জগতে হইচই। সরকারের কান পর্যন্ত পৌঁছালো। যথারীতি চাকরি হারালেন মন্ত্রী।

নেপালে ধানরোপণ উৎসব উপলক্ষে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন কৃষিমন্ত্রী হরিপ্রসাদ পরাজুলি। সেখানে কর্মরত নারীদের দেখে হঠাৎ তিনি অনুষ্ঠান মঞ্চ থেকে নেমে গিয়ে এক মধ্যবয়সী নারীকে জড়িয়ে ধরেন। ওই নারী ছাড়ানোর চেষ্টা করেও মন্ত্রীর সাথে পেরে ওঠেননি। এরপর আরো এক নারীকে জড়িয়ে ধরে শরীরে নাক ঘষে দেন মন্ত্রী।

সেখানে উপস্থিত এক ব্যক্তি মোবাইলে সে সব দৃশ্য একের পর এক তুলে যাচ্ছিলেন। সেখান থেকেই তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে দল এবং সাধারণ জনগণ ক্ষেপে যায় তার ওপর।

মোবাইলে করা ভিডিওতে দেখা যাচ্ছে, এই কাণ্ড করতে গিয়ে কাদা মাটিতে গড়াগড়ি খেয়ে সারা গায়ে কাদা মেখে ফেলেছেন মন্ত্রী।

অবশ্য শেষ পর্যন্ত চাপের মুখে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। প্রধানমন্ত্রী সুশীল কৈরালা তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

আপডেট :   বাংলাদেশ সময় : ০৯:০৫ অপরাহ্ন, ২০ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, শনিবার ০৪ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি

Share