সারাদেশ

নারীর সাথে কথাকাটাকাটি : দু’গ্রামবাসীর সংঘর্ষে নিহত এক, আহত অর্ধশত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মো. নুরুল আমিন নামের একজন নিহত হয়। সে বগইর এলাকার মন্নর আলী মিয়ার ছেলে।

আজ মঙ্গলবার সকাল ৬টায় উপজেলার বগইর ও খড়িয়ালা এলাকায় লোকজনের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোকজন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশংকাজনক। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল সহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, একসপ্তাহ আগে বগইর গ্রামের নাহরিন নামের এক নারী পার্শ্ববর্তী এলাকার খড়িয়ালা গ্রামের আবু তালেব মেম্বার এর কাছে পাওনা টাকা চাইতে গেলে ওই নারীর সাথে কথাকাটাকাটি হয়। পরে ওই নারী বাড়িতে এসে তার পরিবারের লোকজনকে জানায়।

এ নিয়ে গতকাল বিকালে বগইর এলাকার লোকজনের সাথে খড়িয়ালার লোকজনের কথাকাটাকাটি হয় এবং এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে নেমে পড়ে। প্রায় ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধীক লোকজন আহত হয়েছে। এসময় টেটাবিদ্ধ অবস্থায় নুরুল আমিনকে জেলা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। পরবর্তি নাশকতা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিহত হওয়ার বিষয়টি আমরা শুনেছি। তবে এখনো নিশ্চিত হতে পারি নাই।

রাকিবুল হাসান নুর, ব্রাহ্মণবাড়িয়া :

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক ||আপডেট: ০১:২৭ পিএম,১৩ অক্টোবর ২০১৫, বুধবার

 

এমআরআর

Share