চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে পারাপার করতে গিয়ে এক নারীর মৃত্যুর খবর পাওয়া যায়। মঙ্গলবার রাত ৭ টার দিকে হাজীগঞ্জ পৌর এলাকার রান্ধুনীমুড়া হাই স্কুলের সামনে বেপরোয়া ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনার কবলে পড়েন।
নিহত নারী রান্ধুনীমুড়া গ্রামের হাওলাদার বাড়ির আবু বক্করের স্ত্রী লাইলি বেগম (৪০)। গুরুতর আহত অবস্থায় ঐ নারীকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শী শামীম বলেন, পুরাতন টোলঘর রান্ধুনীমুড়া হাইস্কুলের সামনে রাস্তা পারাপারের সময় দক্ষিন দিক থেকে ছুটে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে সে মাথায় আঘাত পেয়ে রাস্তার পাশে পড়ে যায়।
ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ থানার পুলিশ ও নিহতের স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যায়।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৫ জানুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur