সারাদেশ

নারীর টাকা ছিনতাই : পুলিশ কনস্টেবল রিমান্ডে

সিলেট নগরীতে এক নারীর টাকা ছিনতাই করে পালানোর সময় আটক পুলিশ কনস্টেবল শরীফ রানার বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক সাহেদুল করিম বুধবার দুপুর ১২টায় শুনানি শেষে রিমান্ড মুঞ্জর করেন। মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন।

সিলেট আদালতের সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) আবদুল আহাদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, সোমবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় ছিনতাইয়ের শিকার তামান্না আক্তার কলি বাদী হয়ে পুলিশ কনস্টেবল শরীফ রানাসহ দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ওই দিন দুপুর দেড়টার দিকে সিলেট নগরীর বারুতখানা এলাকা থেকে ওই নারীর কাছ থেকে দুই লাখ টাকা ছিনতাইকালে শরীফ রানাকে ধরে পুলিশে দেয় জনতা।

নিউজ ডেস্ক || আপডেট: ০৪:১০ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৫, বুধবার

এমআরআর  

Share