চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যালে ১৪ তম দিনে ‘জাগো নারী’ রান্না প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে বিকেল ৫টায় নারীদের রান্না প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিল্কওয়েজ গ্রুপের চেয়ারপার্সন ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সহধর্মিণী মুনীরা আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, সাধুবাদ জানাচ্ছি চাঁদপুরের মা-বোনদের জন্য। এই দিনটাকে এত স্পেশাল করে সাজানের জন্য। আমিও নিজেকে চাঁদপুরের সন্তান মনে করি। আমি আমার মন থেকে আন্তরিকভাবে বলছি আপনাদের মানিক ভাই এই চাঁদপুরের সন্তান বলে চাঁদপুরের প্রতি উনার দায়িত্ব ও কর্তব্য অনেক বেশি।
তিনি আরো বলেন, আমি জীবনে তাগিদে একটু দূরে থাকি। আপনাদের মানিক ভাইয়ের প্রতিটি জনবান্ধব কাজে আমি আমার সাধ্যের সর্বোচ্চটা দিয়ে উনাকে এগিয়ে দিতে পিছপা হইনি। আগামীতেও হবো না ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি আল্লাহ চাইলে আপনাদের সহযোগিতার হাত এভাবে প্রসারিত থাকলে আরো বেশি বেশি চাঁদপুরের জন্য কাজ করে যাব। সেই সাথে আমার মা-বোনদের সার্বিক মঙ্গলের জন্য সর্বাত্মক ভূমিকা পালনে সচেষ্ট হবো। প্রতিটি মা বোন যেন সাহস নিয়ে স্বপ্ন দেখতে পারে। নিজের মতো করে বাঁচতে পারে তাই আমাদের দায়িত্ব হলো নারীদের প্রতি সম্মান ও সুযোগ নিশ্চিত করা। কারণ নারী সমাজে পিছিয়ে থাকলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে না। আমি বিশ্বাস করি নারীরা মেধাবী, সৎ ও সব কাজে পারদর্শী। সব কাজে নারীরা যোগ্যতা স্বাক্ষর রেখেছেন।

আলোচনা সভা শেষে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, প্রধান অতিথি মুনীরা আহমেদ ও তাদের একমাত্র কন্যাকে ফারিসা আহমেদ মানহাকে নিয়ে বিভিন্ন প্রশ্নত্তোর পর্বে ও আড্ডয় অংশ নেন উপস্থিত দর্শকরা ও দলের নেতাকর্মীরা।
জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মনিরা চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক পিপি অ্যাড. কোহিনূর বেগমের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সহ-সভাপতি মিসেস সেলিনা রহমান লিলি, নাঈমা মোশারফ, সাধারণ সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, নারী উদ্যোক্তা মিসেস তানিয়া ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, পৌর বিএনপি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ প্রমুখ।
পরে সন্ধ্যা সাড়ে ৬টায় রংতুলি ও সন্ধ্যা ৭টায় জয়ধ্বনি সংগীত শিক্ষালয়ের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। সবশেষে রাত ৮টায় বর্ণমালা থিয়েটারের নাটক মঞ্চস্থ হয়েছে।
স্টাফ রিপোর্টার/
২২ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur