Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / রূপসা দক্ষিণের নারীরা ভোট দিতে কেন্দ্রে যাবেন: বিল্লাল মিয়াজী
নারীরা
ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

রূপসা দক্ষিণের নারীরা ভোট দিতে কেন্দ্রে যাবেন: বিল্লাল মিয়াজী

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী, চাঁদপুর জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেছেন, “দীর্ঘদিন ভোট না দেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে এসে এবার ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা ভোট দিতে কেন্দ্রে যাবেন।”

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি নিজের নির্বাচনী এলাকা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, নির্বাচনী ইশতেহার, সম্ভাবনা ও শঙ্কার বিষয়গুলো তুলে ধরেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন, রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা দীর্ঘদিন ধরে ভোট প্রদানে অনীহা প্রকাশ করে আসছেন। অতীতে দু-একটি নির্বাচনে অল্পসংখ্যক নারী ভোট দিলেও এবার পরিস্থিতির পরিবর্তন ঘটবে। ইতোমধ্যে ওই ইউনিয়নে একাধিক উদ্বুদ্ধকরণ সভা করা হয়েছে। তিনি নিজে অন্তত তিনটি সভায় অংশ নিয়েছেন এবং জামায়াতের নারী সদস্যরা নিয়মিতভাবে মাঠে কাজ করছেন।

নারীরা

তিনি বলেন, “আজ আপনাদের আশ্বস্ত করতে চাই, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা ভোট না দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নিজেদের নাগরিক অধিকার প্রয়োগ করবেন।”

উল্লেখ্য, গত প্রায় ষাট বছর ধরে রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা স্থানীয় পীরের অনুরোধকে আদেশ হিসেবে মেনে ভোট দিতে যান না। প্রশাসন ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন মহলের চেষ্টায় বিগত দুই-একটি নির্বাচনে সীমিতসংখ্যক নারী ভোট দিলেও এবার সেই হার উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নির্বাচন নিয়ে শঙ্কার কথা উল্লেখ করে জামায়াত প্রার্থী বলেন, প্রচারণা শুরুর আগেই নানা ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে। বিশেষ করে নারী সদস্যদের ক্ষেত্রে এসব ঘটনা বেশি হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাধা-বিপত্তি উপেক্ষা করে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, নির্বাচনী এলাকা উন্নয়নে তিনি ১২ দফা কর্মপরিকল্পনা নির্ধারণ করে কাজ করছেন। খুব শিগগিরই তা লিখিত আকারে গণমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করা হবে। জাতীয় পর্যায়ে জামায়াতে ইসলামী ও ১২ দলীয় জোট একটি ইশতেহার ঘোষণা করবে বলেও জানান তিনি।
সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। অতীতে অনেক সাংবাদিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। এর বড় উদাহরণ দেশের বরেণ্য সাংবাদিক প্রয়াত রুহুল আমিন গাজী। তিনি সাংবাদিকতা করতে গিয়ে নানাভাবে নির্যাতিত হয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন। এছাড়া ফ্যাসিবাদের কারণে অনেক সাংবাদিক দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

তিনি বলেন, “আল্লাহ চাইলে আমরা ক্ষমতায় এলে কারও মতপ্রকাশের অধিকার হরণ করবো না। আমরা চাই সাংবাদিকরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলুক। স্বাধীন সাংবাদিকতার বিকাশ নিশ্চিত করা হবে।”

মতবিনিময় সভায় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুছ হেলাল, সেক্রেটারি সাখাওয়াত হোসেন, পৌর জামায়াতের আমীর মিজানুর রহমান, সেক্রেটারি ফখরুল ইসলাম এবং চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাসিবুল হাসান প্রমুখ।

প্রতিবেদক: শিমুল হাছান,
৭ জানুয়ারি ২০২৬