আগামি জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির নারীরা নতুন কৌশলে নির্বাচনি মাঠে নামতে শুরু করেছেন। সরাসরি কোনো অঙ্গসংগঠন এ কাজে যুক্ত না থাকলেও, ‘নারী ও শিশু অধিকার ফোরাম’-এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের নারীদের সংগঠিত করে ধানের শীষের পক্ষে জনমত তৈরিতে কাজ করা হবে।
বিএনপি নেতারা জানিয়েছেন, সরাসরি মহিলা দল মাঠে নামবে না। ফোরামের মাধ্যমে নারী ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হবে। ২০১৯ সালের আগস্টে আত্মপ্রকাশ করেছিল ‘নারী ও শিশু অধিকার ফোরাম’। এর আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং সদস্য সচিব ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।
জামায়াতে ইসলামী ইতিমধ্যেই সারাদেশে তাদের মহিলা বিভাগের কর্মীদের মাঠে নামিয়েছে। ছাত্রী সংস্থার মেয়েরাও ভোটারদের কাছে যাচ্ছেন, নানা প্রতিশ্রুতি ও সহায়তার মাধ্যমে জনমত প্রভাবিত করার চেষ্টা করছেন।
বিএনপির কয়েকজন নেতা জানান, নারী ভোটারদের প্রভাবিত করতে জামায়াতের কৌশল উদ্বেগ তৈরি করায়, পরিস্থিতি মোকাবিলায় নারী ও শিশু অধিকার ফোরামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ফোরামের কার্যকারিতা নিয়ে সংশয়ও আছে। কারণ,ভোটারের দরজায় যাওয়ার কোনো কর্মসূচি ফোরামের নেই। বিভিন্ন জেলায় ঘরোয়াভাবে সভা-সেমিনারে সীমাবদ্ধ থাকছে।
ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান সমকালকে বলেন,“নির্বাচন সামনে রেখে আমাদের অঙ্গসংগঠনগুলো মাঠে কাজ করছে। আমাদের মূল বার্তা– যে রাজনৈতিক সংস্কৃতি, যে নৈতিক অবক্ষয়, সেখান থেকে বের হয়ে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাইলে সবাইকে সচেতন হতে হবে।”
বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছেন,ফোরামের সফলতা দেখে মহিলা দলকে সারাদেশে মাঠে নামানোর উদ্যোগ নেওয়া হবে। মহিলা দলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রত্যেক নেতাকর্মীকে জনগণের দোরগোড়ায় যেতে নির্দেশ দিয়েছেন। আমরা সে নির্দেশনা অনুযায়ী আসনভিত্তিক কাজ করছি। মহিলা দল থেকে আলাদাভাবে কোনো নির্দেশনা দেওয়া হয়নি, তবে প্রত্যেক নারীকর্মী হাইকমান্ডের নির্দেশনাকে চূড়ান্ত মেনে কাজ করছেন।”
ফোরামের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, বিএনপি সমর্থিত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে কর্মসূচি বাস্তবায়িত হবে। ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পরিষদে বিএনপি সমর্থিত জনপ্রতিনিধিদের একত্রিত করে নির্বাচনকেন্দ্রিক নির্দেশনা দেয়া হবে। কর্মসূচিতে নারী ভোটারদের সচেতন করা, অধিকার ও সুরক্ষা বিষয়ক বার্তা দেয়া হবে।
ফোরামের কর্মসূচি শুরু হবে ১৪ অক্টোবর খুলনা বিভাগ থেকে। তিন দিন ধরে খুলনা অঞ্চলের জেলাগুলোয় কর্মসূচি চলবে। ১৪ অক্টোবর খুলনা জেলা ও মহানগরের পাশাপাশি বাগেরহাট ও সাতক্ষীরায় বিএনপি সমর্থিত জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে। ১৫ অক্টোবর বৃহত্তর যশোর,মাগুরা, ঝিনাইদহ ও নড়াইলে কর্মসূচি হবে। ১৬ অক্টোবর কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে।
নিপুণ রায় চৌধুরী বলেন, “এ কর্মসূচির লক্ষ্য– বিএনপির ভাবনাগুলো নারী ভোটারদের সামনে তুলে ধরা। তাদের অধিকার ও সুরক্ষার বিষয়ে আমরা কথা বলব। নারী ভোটারদের সচেতন করব।”
২ অক্টোবর ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur