নারীদের সাথে দৈহিক সম্পর্ক : এইডস আতংকে আইএস জঙ্গিরা

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়া এবং ইরাকে এই প্রথমবারের মতো চরম হুমকির মুখে পড়েছে চরমপন্থী জিহাদি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর জঙ্গিরা। সিরিয়ায় মরক্কোর দুই নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে আইএসের ১৬ সদস্যের মাঝে এইডস সংক্রমণ দেখা দিয়েছে।

আর এ বিষয়টি নিয়েই চরমপন্থী এ জিহাদি গোষ্ঠীটির মাঝে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। সম্প্রতি ওই ১৬ জিহাদিকে অালাদা স্থানে রাখা হয়েছে।

এ ঘটনার পর আইএসের শীর্ষ পর্যায়ের নেতারা দলের অন্য সদস্যদের এইডস পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন। এছাড়া আইএসের ওই শীর্ষ নেতারা এইডস আক্রান্ত সদস্যদেরকে দিয়ে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা নিয়েছে।

এদিকে চরমপন্থী এই জঙ্গিরা শিরশ্ছেদ করতে পারে এমন আশঙ্কায় তুরস্ক ছেড়ে পালিয়েছেন মরক্কোর ওই দুই নারী।

এদিকে চলতি বছরের জুনে ইন্দোনেশিয়ার এইডস আক্রান্ত এক আইএস সদস্য মিসরের অপর এক আইএস সদস্যকে রক্ত দেয়ায় তাকে মৃত্যুদণ্ড দেয় চরমপন্থী এই জিহাদি গোষ্ঠীটি। ইন্দোনেশিয়ার ওই সদস্য সৌদি আরবে এক ইয়াজেদি যৌনদাসীকে ধর্ষণ করেছিল। এ ঘটনার পর থেকে আইএস সদস্যদের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Share