Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / দেশের উন্নয়নের স্বার্থে নারীদের ভোট দিতে হবে: জেলা প্রশাসক
নারীদের

দেশের উন্নয়নের স্বার্থে নারীদের ভোট দিতে হবে: জেলা প্রশাসক

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুপসা দক্ষিণ ইউপিতে নারীদের ভোটদানে আগ্রহী করতে উদ্বুদ্ধকরণ সভা করেছে প্রশাসন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী, ওই ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত বিভিন্ন সম্প্রদায়ের নারীসহ সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে সাহেবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মঙ্গলবার (২ জানুয়ারি) এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান’র সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মণ্ডল’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নারীদের ভোটদানে গুরুত্ব নিয়ে আলোচনা করেন আলোচকরা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বলেন, গণমাধ্যমে প্রকাশিত নিউজের মাধ্যমে আমি জানতে পেরেছি রুপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা কোনো নির্বাচনেই তাদের ভোট প্রয়োগ করেন না। আমি গভীরভাবে বিশ্বাস করি কোনো আলেম নারীদের ভোট দেওয়া থেকে বিরত থাকতে পরামর্শ দেন নাই। পর্দা রক্ষা করে নারীদের ভোট দেওয়া ধর্মের সঙ্গে সাংঘর্ষিক নয়। নারীরা ভোট দেওয়া থেকে বিরত থাকলে যোগ্য প্রার্থী নির্বাচনে বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। অযোগ্য প্রার্থী নির্বাচিত হলে ধর্মীয়ভাবে নারীরাও দায় এড়াতে পারবেন না। দেশের উন্নয়নের স্বার্থে নারীদের ভোট দিতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে ভোট দেওয়া আপনার অধিকার। ভোট হলো জনগণের রায়, আপনার রায় আপনাকেই দিতে হবে। রহিম উদ্দিনের কান চিলে নিয়ে যাওয়ার গল্পের মতো কানে হাত দিয়ে না দেখে চিলের পিছনে দৌঁড়ানো যাবে না। নারীরা সচেতন হয়ে ভোট কেন্দ্রে এসে সম্পূর্ণ পর্দা মেনে যাকে ভালো লাগে আপনারা তাকে ভোট দিন। গুজবে কান দেয়া যাবে না, ভোট দেয়া নাগরিকের অধিকার। ভোটকেন্দ্রে না গিয়ে চায়ের দোকানে বসে গুজব ছড়াবেন না। আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে।
সভায় প্রার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের (নৌকা) প্রতিকের প্রার্থী মুহম্মদ শফিকুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (নোঙ্গর) প্রতিকের প্রার্থী ড. মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ পিপলস পার্টির (আম) প্রতিকের প্রার্থী আবদুল গনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, রূপসা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান শরিফ হোসেন খানসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্থানীয়দের মুখে রচিত গল্পে বলা হয়,দেশ স্বাদীনের পর থেকে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে পীর সাহেব বসবাস করতেন। তিনি নাকি নারীদের ভোট প্রদান না করার জন্য নিদের্শ প্রদান করেছেন। ওই পীরের নির্দেশ মেনে নাকী নারীরা যেকোনো নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত রয়েছেন। প্রশাসনের পক্ষে গত কয়েকটি নির্বাচনে নারীদের উব্ধুদ্ধ করার চেষ্টা করলেও হাতেগোণা কিছু নারী ভোট প্রদান করেছে।

প্রতিবেদক: শিমুল হাছান, ২ জানুয়ারি ২০২৪