চাঁদপুরে চেম্বার অব কমার্স এবং অপ্সরা ইন্টারন্যাশনাল এর যৌথ আয়োজনে শহীদ মিনার প্রঙ্গনে ৮দিনব্যাপী উদ্যোক্তা নারীদের এসএমই মেলা জমে উঠেছে।
চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে এই মেলা চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা চলে রাত ১০টা পর্যন্ত। মেলায় ৩০টি স্টলে নারী উদ্যোগতাদের তৈরী হস্ত, মৃৎ ও কুটির শিল্পের পাশাপাশি শাড়ি, থ্রিপিস, শীতের চাদর, অলংকার, পাট ও চামড়ার তৈরী ব্যাগসহ বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রয় চলছে।
প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটছে মেলায়। আর সন্ধ্যার দিকে মেলা প্রাঙ্গণ মুখর হয়ে উঠে দর্শনার্থীর পদচারণায়। দ্বিতীয় দিন থেকে মেলা জমে ওঠায় সন্তোষ প্রকাশ করেছেন অংশগ্রহণকারী ব্যবসায়ীরা। ক্রেতা-বিক্রেতারা জানান, বাজারের চেয়ে মেলায় ব্যতিক্রম কিছু পণ্য পাওয়া যায়। তাছাড়া পণ্যের দাম তুলনামূলক কম হওয়ায় বেচাকেনা ভালো হচ্ছে।
এদিকে প্রতিদিন সন্ধ্যায় বিশিষ্টজন ও উদ্যোগতা নারীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শনিবার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে উদীচি শিল্পীগোষ্ঠী। রোববার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে চাঁদপুর শিশু একাডেমির শিল্পিরা।
মেলার নিরাপত্তায় চাঁদপুর জেলা প্রশাসন ও পলিশ প্রশাসন সার্বিক সহযোগিতা করছেন।
প্রতিবেদক : আশিক বিন রহিম, ৯ ফেব্রুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur