সারাদেশ

নারীকে মারধর : ‘ভণ্ড কবিরাজ’ গ্রেপ্তার

ফেনী শহরের শিশু নিকেতনের পাশে একটি ঝুপড়ি ঘরের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ শরিফী প্রায় ৩২ বছর ধরে তাবিজ-কবজের ব্যবসা চালাচ্ছেন। তিনি মানুষকে ধোঁকা দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেন

নারীকে মারধরের অভিযোগে ফেনী শহরে কথিত এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান, বুধবার বিকালে শহরের পাঠানবাড়ি এলাকা থেকে ইব্রাহিম খলিলুল্লাহ শরিফীকে গ্রেপ্তার করা হয়।

বিকালে আদালতে হাজির করা হলে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেওয়া হয় বলে জানান ওসি।

খলিলুল্লাহ শহরের শিশু নিকেতনের বাসিন্দা।

তিনি বলেন, পূর্ব বিরোধের জেরে মঙ্গলবার রাতে পাঠানবাড়ি এলাকায় বিবি সুরমা নামে এক নারীকে মারধর এবং তার বাড়ি ভাংচুর করেন ‘কবিরাজ’ ইব্রাহিম খলিলুল্লাহ শরিফী ও তার লোকজন।

এ ঘটনায় বুধবার বিবি সুরমা ফেনী মডেল থানায় একটি মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মামলার বাদী বিবি সুরমা বলেন, “খলিলুল্লাহ শরিফী একজন ভণ্ড কবিরাজ। জোর করে আমার বাবার সম্পত্তি দখল করে ভোগ করছেন।”

ফেনী শহরের শিশু নিকেতনের পাশে একটি ঝুপড়ি ঘরের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ শরিফী প্রায় ৩২ বছর ধরে তাবিজ-কবজের ব্যবসা চালাচ্ছেন। তিনি মানুষকে ধোঁকা দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেন বলে জানান সুরমা।

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ১০:৪১  পিএম, ০৪ নভেম্বর ২০১৫, বুধবার

এমআরআর

Share