নারীকে অনেক আকর্ষণীয় করে তোলে যে ৭টি বৈশিষ্ট্য

লাইফস্টাইল ডেস্ক :

নারীকে কিসে অনেক আকর্ষণীয় করে তোলে? অনেক নারীই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে বেশ আফসোসই করে থাকেন। যদিও সৃষ্টিকর্তার সৃষ্টি নিয়ে আফসোস করা উচিত নয় মোটেও, তারপরও নিজের চেহারার দিকে তাকিয়ে নিজে আরেকটু আকর্ষণীয় না হওয়ার আক্ষেপ থাকে মনে।

মেকআপের আড়ালে নিজেকে লুকিয়ে অনেকেই আকর্ষণীয় হয়ে উঠতে চান। কিন্তু শুধুমাত্র সৌন্দর্য নয় নারীর আকর্ষণীয় হয়ে উঠার পেছনে রয়েছে তার আরও দারুণ কিছু বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলোই রয়েছে আকর্ষণের মূলে, কারণ সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে এই সকল বৈশিষ্ট্য নয়।

১) একজন নারীকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে তার উচ্ছলতা এবং প্রাণবন্ততা। একজন নারী একটি আলোকিত মশালের মতো যেখানে না সবটা স্থান আলোকিত করে দেয়ার ক্ষমতা রাখেন। আর এমন নারী অনেক বেশি আকর্ষণীয় হয়ে থাকেন।

২) নারীরা আসল সৌন্দর্য তার ভেতরের আসল মানুষটি। তিনি যতোটা মেকিভাব গ্রহন করেন ততোটাই জটিল হয়ে উঠেন যা শুধুমাত্র মানুষকে দুরেই ঠেলে দেয়। মেকি ভাব ধরা নারী বাহ্যিক দিক দিয়ে আকর্ষণীয় হলেও ভেতরের দিকে মোটেও আকর্ষণীয় নন।

৩) মেকআপ করে সব সময় নিজেকে লুকিয়ে রেখে নিজেকে আকর্ষণীয় করে তোলা যায় না। নারীর প্রাকৃতিক সৌন্দর্যই সকলের কাছে বেশি আকর্ষণীয়।

৪) স্বাবলম্বী নারী অনেক বেশি আকর্ষণীয় হন। আজকালকার যুগে একা চলতে পারেন না এমন ধরনের নারী তেমন পছন্দ নয় কারো। যিনি নিজেকে প্রতিষ্ঠিত করে তুলতে পারেন সেই নারীই সকলের কাছে আকর্ষণীয়।

৫) একজন ব্যক্তিত্বহীন মানুষ কখনোই আকর্ষণীয় নন। একজন নারীর অসাধারণ ব্যক্তিত্বই নারীকে করে তুলতে পারে অনেক বেশি আকর্ষণীয় সকলের কাছে।

৬) অনেকে ভাবেন নারীদের মাথায় একটু কম বুদ্ধি থাকাই ভালো। কিন্তু যুগের সাথে সাথে পরিবর্তিত হয়েছে মানুষের মন অনেকাংশে। নারীর বুদ্ধিমত্তা অনেক বেশি আকর্ষণীয় করে তোলে নারীকে।

৭) আত্মবিশ্বাসী মানুষ সকলের কাছেই বেশ পছন্দের। তেমনই এটি নিজেকে আকর্ষণীয় করে তোলার অন্যতম প্রধান একটি হাতিয়ার। আত্মবিশ্বাসী মানুষ সবসময়েই সকলের কাছে অনেক বেশি আকর্ষণীয়। তেমনই আত্মবিশ্বাসী নারী অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেন সকলের চোখে।

আপডেট :   বাংলাদেশ সময় : ১0:৫৭ অপরাহ্ন, ২৪ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ০৮ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি

Share