Home / আন্তর্জাতিক / অধিকাংশ নারীই ট্রাম্পকে মানসিকভাবে অসুস্থ মনে করেন
donald tramp

অধিকাংশ নারীই ট্রাম্পকে মানসিকভাবে অসুস্থ মনে করেন

যুক্তরাষ্ট্রে এক জরিপে দেখা গেছে অধিকাংশ নারীরই ধারণা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে অসুস্থ। তবে এ ধারণা পুরুষদের মধ্যে কিছুটা কম হলেও সার্বিকভাবে প্রায় অর্ধেক নাগরিক মনে করেন, তিনি প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করার মতো অবস্থায় নেই।

সম্প্রতি ল্যাঙ্গার রিসার্চ অ্যাসোসিয়েটস পরিচালিত নতুন এক জনমত জরিপে এসব তথ্য উঠে এসেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প মানসিকভাবে সুস্থ কিনা, এটাই ছিল জরিপের প্রশ্ন। এতে অংশ নেয়া লোকজনের ৪৮ শতাংশ ট্রাম্পকে মানসিকভাবে সুস্থ এবং ৪৭ শতাংশ তাকে মানসিকভাবে অসুস্থ বলে মনে করেন বলে জানিয়েছেন।

তবে মানসিকভাবে সুস্থ হলেও ট্রাম্পের কাজে সন্তুষ্ট মানুষের সংখ্যা কম। মাত্র ৩৬ শতাংশ নাগরিক জানিয়েছেন তারা ট্রাম্পের কাজে সন্তুষ্ট। অন্যদিকে ৫৮ শতাংশ মানুষ ট্রাম্পের দায়িত্ব পালনের বিষয়ে অসন্তুষ্ট।

তবে এ জরিপে নারীদের মধ্যে সবচেয়ে বেশি অসন্তুষ্টি দেখা গেছে। বেশিরভাগ নারীই প্রেসিডেন্ট ট্রাম্পের মানসিক সুস্থতা নেই বলে মনে করেন (৫৫ শতাংশ)। তবে ২৯ শতাংশ নারী ট্রাম্পের কর্মকাণ্ডে সন্তুষ্ট বলে জানিয়েছেন।

সূত্র : ডেইলি মেইল

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১২ : ২০ এএম, ২১ জানুয়ারি ২০১৮, সোমবার
এইউ