বিশ্ব নারিকেল দিবস আজ
প্রতি বছর ২ সেপ্টেম্বর বিশ্ব নারিকেল দিবস বিশ্বব্যাপী পালিত হচ্ছে। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জন্ম নেয়া এ বহুমুখী ফল শুধু তৃষ্ণা নিবারণেই নয়, কৃষি, অর্থনীতি, স্বাস্থ্য ও সংস্কৃতিতেও রাখছে অনন্য অবদান। ২০০৯ সালে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আন্ত:সরকারি সংস্থা এশিয়ান অ্যান্ড প্যাসিফিক কোকোনাট কমিউনিটি এর উদ্যোগে দিবসটির সূচনা হয়। সংস্থার সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায়।
ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা, ব্রাজিলসহ ১৮টি নারিকেল উৎপাদনকারী দেশ বর্তমানে এ উদ্যোগের সঙ্গে যুক্ত। দিবসটির মূল লক্ষ্য হলো, নারিকেলের বহুমুখী ব্যবহার প্রচার, কৃষকদের আর্থিক উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণে নারিকেল শিল্পে বিনিয়োগে উৎসাহিত করা এবং পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
নারিকেল গাছকে গ্রামীণ জীবনে ‘কল্পবৃক্ষ’ বলা হয়। নারিকেলের পানি, শাঁস, তেল, খোল, পাতা, এমনকি গাছের কাণ্ড পর্যন্ত কাজে লাগে।
সেপ্টেম্বর ২০২৫
এজি