মতলব দক্ষিণ

মতলবের নারায়ণপুর পৌরসভা বহাল রেখে উচ্চ আদালতে রায়

চাঁদপুর মতলব দক্ষিণের নারায়নপুর ইউনিয়ন ও নারায়ণপুর পৌরসভা নিয়ে পক্ষ বিপক্ষের দায়ের করা মামলা নিষ্পত্তি হয়েছে। নারায়ণপুর পৌরসভা বহাল রেখে উচ্চ আদালত ১০ জানুয়ারি রোববার এ রায় ঘোষণা করেন।

হাইকোর্ট বিভাগের বিচারপতি নাঈমা হায়দার রাজিক আল দলিলের বেঞ্চে নারায়ণপুর ইউনিয়নের পক্ষে দায়ের করা মামলা খারিজ করে পৌরসভা বহাল রেখে এই রায় ঘোষণা করা হয়। রাষ্ট্র পক্ষের আইনজীবি ছিলেন ডেপুটি এটোর্নি জেনারেল অমিত তালুকদার ও বাদী পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট আশাদুর রউফ এবং পৌরসভার পক্ষে আইনজীবি ছিলেন এডভোকেট তাশাদদুক হাসান।

প্রসঙ্গত,বিগত ২০১০ সালে নারায়ণপুর ইউনিয়নটিকে পৌরসভা ঘোষণা করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়। ১৫ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় নারায়নপুর পৌরসভা গেজেট প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে পৌরসভার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট আবেদন করেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার।

উচ্চ আদালত রিট আবেদনের প্রেক্ষিতে নারায়ণপুর পৌরসভার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারী করেন এবং বন্ধ হয়ে যায় নারায়নপুর পৌরসভার কার্যক্রম। ২০১০ সালে পৌরসভার পক্ষে ঐ ইউনিয়নের আবু তাহের মিয়াজী, জিলন পাটোয়ারী ও জাকির মজুমদার সরকারের পক্ষ হয়ে উচ্চ আদালতে রিট আবেদন করেন। ঐ বছরের ১৫ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় নারায়ণপুর পৌরসভা ওই মামলার আলোকে ১০ জানুয়ারি ২০২১ নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদারের রিট আবেদন খারিজ করে নারায়নপুর পৌরসভা বহাল রেখে রায় ঘোষণা করেন।

রায় ঘোষণা করার পর নারায়নপুর এলাকার সর্বস্তরের মানুষের মাঝে উৎসব ও আনন্দের ইমেজ দেখা যায় এবং মিষ্টি বিতরণ করেন। নারায়নপুর ইউনিয়নটি পৌরসভা বহাল রেখে রায় ঘোষনা করায় মতলব ফাউন্ডেশনের পক্ষ থেকে নারায়নপুর পৌর বাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মতলব ফাউন্ডেশনের সভাপতি ও মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম পাটোয়ারী ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।

প্রতিবেদক:মাহফুজ মল্লিক,১১ জানুয়ারি ২০২১

Share