মতলবের নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদ আশ্রাফুল ইসলাম সোহাগ পদত্যাগ করেছেন। ওই পদে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মাসুদ রানা।
সোমবার (১০ এপ্রিল) বিকেলে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকল্পে উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার ও প্রিজাইডিং অফিসার মো. আব্দুর রশিদ।
আশ্রাফুল ইসলাম সোহাগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ার কিছুক্ষণ পর তিনি পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা দেখিয়ে বিকেলে প্রিজাইডিং অফিসার উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুর রশিদ মিয়ার নিকট পদত্যাগ পত্র জমা দেন।
পরে সকল সদস্যদের উপস্থিতিতে বর্তমান সভাপতি মাসুদ রানাকে সভাপতি নির্বাচিত করা হয়। এ সময় ম্যানেজিং কমিটির দাতা সদস্য নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন-অর-রশিদ, অভিাভবক সদস্য আলমগীর হোসেন, বিল্লাল হোসেন, আব্দুল লতিফ, মহিলা অভিভাবক সদস্য আয়েশা বেগম, শিক্ষক প্রতিনিধি ইকবাল হোসেন, মনির হোসেন, ফারজানা বেগম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব শিরিন আক্তার।
উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, জেলা পরিষদের সদস্য ও ছাত্রলীগের আহবায়ক মো. আল-আমিন ফরাজী, নারায়নপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মবিন সুজন, ছাত্রলীগের সিনিয়র যুগ্ম -আহবায়ক হোসাইন মো. কচি।
মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ২: ৩৩ পিএম, ১১ এপ্রিল ২০১৭, মঙ্গলবার
ডিএইচ