মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পূর্ব বাজারে অটো রিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তাক (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২০ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোবিন্দপুর এলাকার চেরাগ আলীর ছেলে মোস্তাক দীর্ঘদিন যাবৎ অটো রিক্সা চালিয়ে আসছে। ঘটনার দিন সকালে অটো রিক্সার চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তাক মিয়া মারা যায়।
সংসার জীবনে মোস্তাক মিয়ার ২ ছেলে রয়েছে।
মোস্তাক মিয়াকে তার এলাকার কবরস্থানে দাফন করা হয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কুতুব উদ্দিন জানান, ‘এ ব্যাপারে কোন অভিযোগ পাইনি।’
: আপডেট ০৮:৩৩ পিএম, ২০ মার্চ ২০১৬, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur