Home / কৃষি ও গবাদি / নারায়ণগঞ্জে পাঁচ খুনের ঘটনায় ভাগনে মাহফুজ রিমান্ডে
Narayongong 5 Murder-3

নারায়ণগঞ্জে পাঁচ খুনের ঘটনায় ভাগনে মাহফুজ রিমান্ডে

নারায়ণগঞ্জে পাঁচ খুনের ঘটনায় নিহত তাসলিমা বেগমের স্বামী মো. শফিকুল ইসলামের ভাগনে মাহফুজকে রিমান্ডে নেওয়া হয়েছে।

জেলার গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মামুনুর রশিদ মণ্ডল সোমবার বিকেলে মাহফুজকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলাম সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রবিবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ মামলাটি ডিবিতে পাঠায়।

এদিকে, পাঁচ খুনের ঘটনায় সোমবার সারাদিন সন্দেহভাজন নয়জনকে জিজ্ঞাসাবাদ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মামলার রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর চার সংস্থা কাজ করছে। সংস্থাগুলো হলো— পুলিশ, ডিবি, সিআইডি ও র‌্যাব।

একটি সংস্থার বরাত দিয়ে জানা গেছে, আটক নয় সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদে অনেক তথ্য বেরিয়ে আসছে। তাদের মধ্যে নিহত লামিয়ার স্বামীও আছে।

এদিকে, সোমবার দুপুরে ডিবির ওসি মামুনুর রশিদ মণ্ডলের নেতৃত্বে একটি টিম সন্দেহভাজন একজনকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।

নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর এএসপি মশিউর রহমান জানান, পুলিশকে সহযোগিতার জন্য র‌্যাব- ১১ এর একটি গোয়েন্দা টিম দিন-রাত মাঠে কাজ করছে। শিগগিরই এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হবে।

এর আগে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন জানান, মামলার তদন্তে সন্তোষজনক অগ্রগতি হয়েছে। তবে তদন্তের স্বার্থে অগ্রগতি সম্পর্কে এখনই সব বলা যাচ্ছে না। আশা করছি, দ্রুত ফলাফল দিতে পারব।

প্রসঙ্গত, শনিবার রাতে ২নং বাবুরাইল এলাকার ইসমাইল হোসেনের ১৩১/১১নং বাড়িতে একই পারবারের পাঁচজন খুন হন। তারা হলেন— তাসলিমা (৩৫), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ছোট ভাই মোরশেদুল (২২) ও তার জা লামিয়া বেগম (২৫)।

নিউজ ডেস্ক || আপডেট: ০৭:২০ পিএম, ১৮ জানুয়ারি ২০১৬, সোমবার

এমআরআর