নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পুরিন্দা বাজারে গণপিটুনিতে সন্দেহজনক ৮ ডাকাতের মৃত্যুর ঘটনায় দুটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় কয়েক হাজার মানুষকে আসামি করা হয়েছে।
আড়াইহাজার থানায় বৃহস্পতিবার সন্ধ্যায় মামলা দুটি করা হয়। পুলিশ উপপরিদর্শক আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে একটি মামলা করেন। এতে উল্লেখ করা হয়, ডাকাতির সময়ে স্থানীয় উত্তেজিত জনতার হামলায় ৮ জনের মৃত্যু ঘটে।
এ মামলায় নাম উল্লেখ না করে কয়েক হাজার মানুষকে আসামি করা হয়েছে।
এদিকে ভাই ভাই ট্রেডার্সের মালিক এম এ গফুর ভূঁইয়া অপর একটি ডাকাতির মামলা করেন। এতে গণপিটুনিতে নিহত নিহত ৮ জন ও গ্রেফতারকৃত ৪ জনকে আসামি করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন দুটি মামলা রুজু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বুধবার রাতে একটি ট্রাকে করে ২০-২৫ জন পুরিন্দাবাজারে ডাকাতি করতে আসে। স্থানীয়রা বুঝতে পেরে মসজিদের মাইকে ‘ডাকাত এসেছে’ বলে ঘোষণা দেন। এলাকাবাসী ঘর থেকে বের হয়ে তাদের ধরে গণপিটুনি দেন। এতে আটজন মারা যায়। চারজনকে গুরুতর অবস্থায় পুলিশ উদ্ধার করে। বাকিরা পালিয়ে যায়।
গণপিটুনিতে ময়মনসিংহ জেলার মধ্যপাড়া গ্রামের শওকত (৩০), একই গ্রামের রুবেল (২৮), জুয়েল ওরফে টিটু (৩২) ও নোয়াখালী জেলার রাজীব ওরফে রনি (৩৫) নিহত হয়। নিহত অপর চারজনের পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় মানিক (২৫), লোকমান (২৮), সজীব (২৭) ও সাব্বির (২২) নামে চারজন হাসপাতালে ভর্তি রয়েছে।
নিউজ ডেস্ক || আপডেট: ০৯:৪৭ পিএম, ১০ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার
এমআরআর