মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল বলেন যাদের জনসমর্থন নেই, ভোট হলে ভালো ফলাফল করতে পারবেন না, তারা ভোট নিয়ে ষড়যন্ত্র করছেন। তিনি আরো বলেন,
অতীতের মতো আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অবস্থায় পতিত স্বৈরাচারকে আমরা দেশের মাটিতে জায়গা দিতে চাই না। আমাদেরকে বেশি বেশি ধৈর্য ধারণ, দায়িত্বশীল এবং উদার হতে হবে। সর্বদা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব এবং নির্দেশনা মেনে চলতে হবে। আমাদের কোনো নেতা-কর্মী সাধারণ মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে না। আপনারা কেউ দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসের সঙ্গে জড়াবেন না। বিএনপি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই।’
নারায়ণপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন মুন্সির সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন বকাবুলের পরিচালনায় নারায়নপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার (২৯ মার্চ) রসুলপুর পূর্ব পাড়া মাঠে ইফতার ও দোয়া অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথাগুলো বলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর,মতলব সৌরভ বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান (ভিপি জাকির) উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ হানিফ পাটোয়ারী, মতলব পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাছির উদ্দীন মিয়াজী, উপজেলা বিএনপির সদস্য জিয়াউল মোস্তফা তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডাক্তার আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আশিকুর রহমান বাবু।আলোচনা শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।
এ সময় বিএনপির, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৯ মার্চ ২০২৫