মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারী এলাকায় পারিবারিক বিষয়কে পূঁজি করে অপপ্রচার করায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্যে দিয়ে অপপ্রচার করার প্রতিবাদে সংবাদ সন্মেলন করেছে ওই পরিবারের সদস্যরা, মোঃ ইসমাইল হোসেন রনি,হাফেজ আ: আজিজ,আব্দুল কাদির, আব্দুল জব্বার, মাকসুদা বেগম, মো: ওসমান গনি ও মো: রাসেল মিয়াজী।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ঘোড়াধারী গ্রামের মিয়াজী বাড়ীতে। ইসমাইল হোসেন রনি সংবাদ সন্মেলনে বলেন,প্রিয় উপস্থিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। গত কয়েকদিন আগে পত্রিকায় আমার ও আমাদের পরিবারকে জড়িয়ে মিথ্যা বানোয়াট, উদ্দেশ্য প্রণিত মানহানিকর ও অবাস্তব সংবাদ প্রকাশের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রকৃত ঘটনা হচ্ছে : আমার বাবা- চাচা রা আট ভাই।পারস্পারিক ও সামাজিক ভাবে চলতে গিয়ে আমাদের মাঝে মনমালিন্য হয়, তারই অংশ এটি।এটা আমাদের মাঝে সামান্য ভুল বুঝাবুঝি মাত্র।
এ ব্যাপারে আব্দুল আজিজ মিয়াজী বলেন,আমার ভাতীজা মো: ইসমাইল হোসেন রনির সাথে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় এবং পরবর্তী তাআমাদের মধ্যে সমাধানের সিদ্ধান্ত হয়।কয়েকজন সংবাদকর্মী বাড়ীতে এসে জানতে চাইলে আমরা বলেছি এটা আমাদের আভ্যন্তরিন বিষয়। এটা খবরের কাগজে যাওয়ার মতো কোন ঘটনা নয়।পরে তারা চলে গিয়ে তৃতীয় পক্ষের প্ররোচনায় আমাদের বিরুদ্ধে এ অপপ্রচার করে বাড়ীর সুনাম ক্ষুন্ন করেছে।আমরা এর তিব্র প্রতিবাদ জানাই।
এ মিথ্যা ঘটনাটি সাজিয়ে অপপ্রচার করায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১০ ফেব্রুয়ারি ২০২৫