চাঁদপুর জেলার ৮ উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃৃক সংগ্রহকৃত তালিকা মতে ৭ হাজার ২শ ৪৬ টি মসজিদ রয়েছে। এর মধ্যে প্রায় আড়াই হাজার রয়েছে পাঞ্জেগানা মসজিদ। তবে মসজিদেই ও এর সংলগ্ন মাঠে ঈদের জামাত হয়ে থাকে।
চাঁদপুর পৌর এলাকার বিভিন্ন মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত এর অনুষ্ঠান সময়সূচিতে জানা গেছে যে সব খতিব বা ইমামগণ যে মসজিদে ঈদের নামাজ পড়াবেন তারা হলেন : পৌর ঈদগাহ মাঠে সকাল ৭.৩০ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান।
চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশন কর্তৃৃক প্রাপ্ত তথ্য মতে , চাঁদপুর পুলিশ লাইন মসজিদে সকাল ৮.৩০ ঈদের জামাত অনুষ্ঠিত হবে । এতে নামাজে ইমামতি করবেন মাওলানা আব্দুস সালাম।
চাঁদপুর সরকারি কলেজ মাঠে সকাল ৮ টায় জামাত হবে। ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ নিজামুল হক ।
চাঁদপুর আউটার স্টেডিয়ামে সকাল ৮.১৫ ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মাওলানা সাঈদ মোহাম্মদ শাহ মোজাদ্দেদী ইমামে রাব্বানী দরবার শরীফ। চাঁদপুর বেগম মসজিদে ৮.৩০ মিনিটে হবে। নামাজ পড়াবেন মুফতি মাহবুবুর রহমান ।
চিশতীয়া জামে মসজিদে হাসান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে ৮.১৫ । হাফেজ মাওলানা এনামুল হক এবং দ্বিতীয় জামাত হবে ৯ টায় । ইমামতি করবেন মাওলানা নুরুল ইসলাম।
পুরাণবাজার মধুসুদন উচ্চ বিদ্যালয় মাঠে জামাত অনুষ্ঠিত হবে ৮.৩০ মিনিটে । ইমামতি করবেন মুফতি ইব্রাহিম খলিল মাদানী । বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে জামাত অনুষ্ঠিত হবে ৮ টায় । ইমামতি করবেন মুফতি ফারুক আহমেদ । জেলা কারাগার জামে মসজিদে সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে । ইমামতি করবেন কবির উদ্দিন।
পুরানবাজার এমদাদিয়া মাদ্রাসা মাঠে সকাল ৮.৩০ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মুফতি জাফর আহমদ ।
পুরান বাজার জাফরাবাদ মাদ্রাসা মাঠে ঈদের জামাত ৮.৩০ । ইমামতি করবেন মুফতি তোহা খান । গুণরাজদি আহমেদিয়া মাদ্রাসা মাঠে সকাল ৮.৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মাওলানা আব্দুল মান্নান ।
শ্রীরামদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ৮.৩০ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মাওলানা মুসা বিন ওমর। টেকনিক্যাল স্কুল মাঠে সকাল ৮.৩০ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মাওলানা মো.ইউসুফ সাইফুল্লাহ ।
বায়তুন নূর জামে মসজিদ ঈদগা ৮.৩০ জামাত হবে। ইমামতি করবেন মোহাম্মদ জাকারিয়া ।
মসজিদ গোর-এ গরীবা জামে মসজিদের সকাল ৮.৩০ অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন আব্দুর রশিদ।
চেয়ারম্্যান ঘাটা মসজিদে জামাত হবে ৮ টায়। এতে ইমামতি করবেন মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার। ওচমানিয়া মাদ্রাসা মাঠে সকাল ৮ টায় ঈদের জামাত হবে। ইমামতি করবেন মাওলানা হাফেজ জালাল উদ্দিন।
চাঁদপুর জেলার সর্ববৃহৎ,প্রাচীন ও ঐতিহাসিক হাজীগঞ্জ বড় জামে মসজিদে বিশেষ ব্যবস্থায় ঈদুল আযহার ৩টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৬ টায় প্রথম জামাতে নামাজ পড়াবেন মুফতি আবদুর রঊফ ।
এদিকে চাঁদপুর শহর ও আশ-পাশের ঈদগাহগুলো ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্যে প্রস্তুত করা হচ্ছে।
চাঁদপুরের বড় বড় ঈদগাহ জামায়াতগুলোর মধ্যে- হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ, চাঁদপুরের বাবুরহাট স্কুল ও কলেজ,পৌর ঈদগাহ মাঠ,পুলিশ লাইন ময়দান,আউটার স্টেডিয়াম ময়দান,পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠ, জেলা কারাগার মসজিদ,চাঁদপুর সরকারি কলেজ মাঠ,বেগম মসজিদ মাঠ,চিশতিয়া জামে মসজিদ মাঠ,গুণরাজদী আহমাদিয়া মাঠ,পুরাণবাজার হাফেজিয়া মাঠ,সফরমালী হাই স্কুল মাঠ,রালদিয়া মাদ্রাসা মাঠ,দাসাদী মাদ্রাসা ও মসজিদ মাঠে জামাত অনুষ্টানে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানা গেছে ।
আবদুল গনি
চাঁদপুর টাইমস
২ মে ২০২২