Home / উপজেলা সংবাদ / হাইমচর / নামযজ্ঞ ও মহোৎসবে চাঁদপুর-৩ আসনে প্রার্থীর মতবিনিময়
মহোৎসবে

নামযজ্ঞ ও মহোৎসবে চাঁদপুর-৩ আসনে প্রার্থীর মতবিনিময়

চাঁদপুরের হাইমচর উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়নের কমালপুরে ৩ দিনব্যাপী ২৪ প্রহর নামযজ্ঞ ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জীবন কানাইয়ের বাড়িতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রাথী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় তিনি মহোৎসবে উপস্থিত ভক্তবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল মিশন, কোষাধক্ষ্য আব্দুল কাদির বেপারী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, হাইমচর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারী, সমাজসেবক মেজর জেনারেল জীবন কানাই, চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকারসহ রাধামাধব সেবা সংঘের কর্মকর্তারা।

স্টাফ করেসপন্ডেট/
১২ ডিসেম্বর ২০২৫