নানা বাড়িতে বেড়াতে গিয়ে ডোবার পানিতে ডুবে ওসমান আলী (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের শাখাওয়াত হোসেনের ছেলে।
শুক্রবার সকালে পাশের গ্রাম মোহাম্মদপুরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে ডোবায় ডুবে মারা যায় সে।
স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন জানান, সকালে শিশু ওসমান তার মামার কোলে ছিল। মামা কোল থেকে তার মা মুনা বেগমকে ডাক দিয়ে শিশুটিকে ঘরের সামনে রেখে যায়। কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাচ্ছিল না। পরে পাশের বাড়ির এক নারী চৌকিদার বাড়ির পাশের একটি ডোবায় তাকে পড়ে থাকতে দেখে চিৎকার দেয়।
লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা গোলাম মাওলা নাঈম জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা যায়।
স্টাফ করেসপন্ডেট, ২৮ অক্টোবর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur