মতলব দক্ষিণ

নানা কর্মসূচি মধ্য দিয়ে মতলব দক্ষিণে মুজিব বর্ষ উদযাপিত

চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিবর্ষ উদযাপিত হয়েছে। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সারাদেশের ন্যায় মতলব দক্ষিণেও মুজিব বর্ষ উপলক্ষ্যে ফিতা ও কেক কেটে ক্ষনগননা কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ.এইচ.এম গিয়াস উদ্দিন।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহ্মিদা হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বি,এইচ,এম কবির আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) নূশরাত শারমীন। সিনিয়র সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল আহসান হাবীব, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, মতলব ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। জেলা আলীগের সদস্য আনিসুজ্জামান চৌধুরী, উপজেলা আলীগ নেতা দেওয়ান রেজাউল করিম, ফারুক বিন জামান, এম,এ আজিজ বাবুল, মোফাজ্জল হোসেন, ফারুক আহম্মেদ বাদল, পৌর আলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাদল নন্দী, উত্তর ঘোষ, গোলাম মোস্তফা, ছাত্রলীগ নেতা রিয়াদুল আলম রিয়াদ প্রমুখ।

১১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় মতলব নিউ হোস্টেল মাঠ থেকৈ একটি বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়ে মতলব বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার নেতৃত্ব দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ.এইচ.এম গিয়াস উদ্দিন।

শোভাযাত্রা শেষে সকাল ১১টায় নিউ হোস্টেল মাঠে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী ও সাড়ে ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে “বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহ্মিদা হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ.এইচ.এম গিয়াস উদ্দিন।

প্রতিবেদক:মাহফুজ মল্লিক

Share