‘আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি” এই প্রতিপাদ্য বিষয়ে চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (৫ জুন) সকালে র্যালি, আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউজ থেকে র্যালিটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। তিনি বক্তব্যে বলেন, পৃথিবীতে প্লাস্টিক আজ মহামারি আকার ধারণ করেছে। পরিবেশ রক্ষায় আগে নিজেদের সচেতন হওয়া প্রয়োজন। প্লাস্টিক দূষণ রোধে এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমাদেও সচেতন হওয়া জরুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শওকত ওসমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামীলীগ সভাপতি ও মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জামাল হোসেন।
সাংবাদিক গোলাম কিবরিয়া জীবনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিষ্ট কাজী সুমন।
দিবসটির মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক রুপক রায়।
আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক