৩৫০ নাট্যদলের পরিবেশনায় চাঁদপুরে নাটক মঞ্চায়ন

মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন উপলক্ষে সারাদেশের ৩৫০ টি নাট্যদলের পরিবেশনায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ শিল্পকলা একাডেমির রেপার্টরি নাট্যদল, অনন্যা নাট্যগোষ্ঠী ও নৃত্যধারা সংগঠনের গীতিনৃত্য নাট্য মঞ্চায়ন করা হয়।

স্বল্প ব্যয়ে নতুন স্থানে নতুন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারশনের সভাপতি নাটক লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যাবস্হাপনায়া নাটকের উদ্বোধন করেন চাঁদপুর সম্বলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার।

এ সময় বক্তব্য রাখেন অনুপম নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক গোবিন্দ মন্ডল, অনন্যা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক মৃনাল সরকার, সহ-সভাপতি দীপক ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন পাটওয়ারী, নাট্য বিষয়ক সম্পাদক জসীম মেহেদী, সহ সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম, রংধনু সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান জীবন, স্বরলিপি নাট্যদলের সদস্য মাঈনুল ইসলাম, মাসুদুর রহমান মাসুম।

স্বরলিপি নাট্যদলের সভাপতি এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য শেষে অনন্যা নাট্যগোষ্ঠির পরিবেশনায় এবং জসীম মেহেদীর রচনায় ও নির্দেশনায় দৈনিক জীবন বানী নাটকটি মঞ্চায়ন হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির রেপার্টরি নাট্যদলের পরিবেশনায়, রচনায় ও নির্দেশনায় এম আর ইসলাম বাবুর জনসচেতনতামূলক নাটক ” অদৃশ্য ” এবং নৃত্যধারা নৃত্য সংগঠনের পরিবেশনায় সোমা দত্তের পরিকল্পনা ও নির্দেশনায় গীতিনৃত্য নাট্য ” সংগ্রাম থেকে স্বাধীনতার বঙ্গবন্ধু ” মঞ্চায়ন করা হয়। মঞ্চায়নের সংগীত পরিবেশন করেন বীরেন সাহা ও তবলযন্ত্রে অনিক নন্দী।

স্টাফ করেসপন্ডেট, ২২ ডিসেম্বর ২০২১

Share