‘এক বিশ্ব এক নাট্য’ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু হলো বেঙ্গল থিয়েটারের। বাংলার ঐতিহ্যবাহী নাট্যরীতিসহ বিশ্ব নাট্যকে ছোঁয়ার প্রত্যয়ে এ দলটি এরই মধ্যে একঝাঁক তরুণ-তরুণী মিলে তাদের প্রথম প্রযোজনার কাজ শুরু করেছে।
তারই প্রস্তুতিপর্বে কিছুসংখ্যক নাট্যকর্মী নিচ্ছে বেঙ্গল থিয়েটার।
আগামী ১-৫ জানুয়ারি ২০১৬ তারিখ পর্যন্ত ৫ দিনব্যাপী নাট্য কর্মশালার মাধ্যমে নাট্যকর্মী নিচ্ছে দলটি। অভিনয়, সঙ্গীত, মূকাভিনয়, লাঠিখেলা, নাটক রচনা ও শুদ্ধ উচ্চারণের মাধ্যমে একটি সমৃদ্ধ নাট্যদল গড়ার জন্যই এ কর্মশালার আয়োজন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আছেন- ড. ইনামুল হক, লাকী ইনাম, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, মাসুম রেজা, সুদীপ চক্রবর্তী, জাহিদ হোসেন তপন, আইরিন পারভিন লোপা, জসিম উদ্দিন, বাকার বকুল, রোমা মোদকসহ দেশের স্বনামধন্য নাট্যকাররা।
বেঙ্গল থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য হাসান রেজাউল জানান, নাট্য কর্মশালাটির শুভেচ্ছামূল্য ৬০০ টাকা।
ফরম পাওয়া যাচ্ছে চিলেকোঠা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা; থিয়েটার কর্ণার, বেইলী রোড এবং টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ফরম জমা দেয়ার শেষ সময় আগামী ৩০ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত। ১ জানুয়ারি ২০১৬ তারিখ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সকল প্রশিক্ষণার্থীর প্রাথমিক সাক্ষাৎকার হবে।
এ ছাড়াও ০১৯১৪৯১৭০১৭ নম্বরে কল করেবিস্তারিত জানা যাবে।
নিউজ ডেস্ক || আপডেট: ১২:০৫ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৫, শনিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur