কচুয়ায় নাজির আহম্মেদ ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ

চাঁদপুরের কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও এলাকার সাধারন মানুষের মাঝে বৃক্ষ রোপনের অংশ হিসেবে ১ এক হাজার ফলজ, ভেষজ ও বনজ গাছের চারা বিতরন করা হয়েছে।

শনিবার জগতপুর গ্রামের অধিবাসী ও বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী আলহাজ্ব নাজির আহমেদের ফাউন্ডেশনের মূল উদ্যোক্তা মো. নাজির আহম্মেদ এসব গাছের চারা বিতরণের আয়োজন করেন।

ইতি মধ্যে তিনি মহামারী করোনার কারণে দেশের এই ক্লান্তিকালে তাঁর নিজ উপজেলা কচুয়ার আশ্রাফপুর ইউনিয়ের বিভিন্ন গ্রামে গরীব অসহায় দু:স্থ পরিবারের ১ হাজার সদস্যদের মাঝে এান সামগ্রী সহায়তা বিতরন করেন। এছাড়া ঐতিহ্যবাহী জগতপুর উচ্চ বিদ্যালয়, জগতপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষা বিস্তার ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেএে তাঁর অবদান উল্লেখ যোগ্য রয়েছে। সর্বপরি তিনি চিকিৎসা ক্ষেত্রে যাতে করে সমাজের সকল মানুষ সুচিকিৎসা পায় নিজ অর্থায়নে তিন তলা বিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণের কাজ শুরু করেছেন।

এক প্রতিক্রিয়া আলহাজ্ব নাজির আহমেদ বলেন, প্রতিটি এলাকার বিত্তবান সকল মানুষ জন সমহারে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসলে তবেই, আমাদের মত মধ্যম আয়ের দেশ সোনার দেশে ও উন্নত দেশে রুপান্তর হবে। তাই সবাইকে প্রতিটি এলাকার সাধারন মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি।

প্রতিবেদকঃ জিসান আহমেদ নান্নু

Share