চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা শিক্ষা অফিসার হিসেবে নাজমুন নাহার যোগদান করেছেন। গত ১৫ অক্টোবর তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
এর পূর্বে তিনি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার সহকারী শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ২০০০সালের ২৬জুন সহকারী শিক্ষা অফিসার হিসেবে চাকুরিতে যোগদান করেন। চাকুরি জীবনের প্রথম কর্মস্থল সিরাজদিখান উপজেলায় আর দ্বিতীয় কর্মস্থল মতলব দক্ষিণ উপজেলা।
স্বামী বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ছিলেন। বর্তমানে তিনি প্রবাসে আছেন। এক কন্যা সন্তানের জননী। নবাগত মতলব দক্ষিণ উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট, ১ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur