Home / বিনোদন / দেশে ফিরছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন
baby

দেশে ফিরছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন

দীর্ঘ আট বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীন। বিষয়টি জানিয়েছেন বেবী নাজনীনের ভাই এনাম সরকার।

তিনি বলেন, ১০ নভেম্বর বেবী নাজনীন দেশে ফিরবেন।

সাড়ে চার দশকের ক্যারিয়ারে আধুনিক সংগীতের অর্ধশতাধিক একক অডিও অ্যালবামসহ অসংখ্য দ্বৈত অডিও অ্যালবামে গান গেয়েছেন এ শিল্পী। ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী আশা ভোঁসলে, বাপ্পি লাহিড়ী, কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গেও একাধিক অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের বিশেষ শ্রেণির তালিকাভুক্ত সংগীতশিল্পী বেবী নাজনীন চলচ্চিত্র ও অডিও মাধ্যমে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন শ্রোতাদের।

প্রবাসজীবনে তিনি যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপ ও মধ্যপ্রাচ্যে বিভিন্ন আয়োজনে বাংলা গান গেয়েছেন।

বেবী নাজনীনের কণ্ঠে উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে—মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, আমার একটা মানুষ আছে, ওই রংধনু থেকে, পত্রমিতা, এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, কাল সারা রাত ছিল স্বপনেরও রাত,দু’চোখে ঘুম আসে না তোমাকে দেখার পর, আমার ঘুম ভাঙাইয়া গেলো রে মরার কোকিলে, লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, আজ পাশা খেলবো রে শ্যাম, প্রিয়তমা, সারা বাংলায় খুঁজি তোমারে এবং ও বন্ধু তুমি কই কই রে… এ প্রাণও বুঝি যায় রে।

৮ নভেম্বর ২০২৪
এজি