তোমরাই একদিন দেশপ্রেমিক নাগরিক হয়ে গড়ে উঠবে : জেলা প্রশাসক

চাঁদপুরের ঐতিহ্যবাহী সুনামধন্য বিদ্যাপীঠ হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৭ জানুয়ারি সকাল ৯টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, তুমি যেখানেই যাও, সেখানেই শীর্ষ হও। তোমরা মানুষ হও, মানবিক মানুষ হও। আজকের এই স্কাউট ও খেলাধুলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মনে অন্তত একটু হলেও দেশের প্রতি ভালোবাসা জাগ্রত হবে। একদিন তোমরাই দেশপ্রেমিক নাগরিক হয়ে গড়ে উঠবে।

এ সময় তিনি তার ছোটবেলার শিক্ষক জাহানারা ম্যাডামকে স্মরণ করে শিক্ষা জীবনের মূল্যবান কিছু স্মৃতিচারণ করেন। একই সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে ভিন্নভাবে এবং আরও বড় পরিসরে খেলাধুলার আয়োজন করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

জেলা প্রশাসক বলেন, আগামী দিনে টেকনিক্যাল শিক্ষার্থীরাই এগিয়ে যাবে। তারা হাতে-কলমে শিক্ষা পাচ্ছে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি আচার-আচরণ, খাওয়া-দাওয়া, ঘুম, পরিবার ও আশপাশের মানুষের সঙ্গে আচরণ এবং শিক্ষকদের সঙ্গে সামাজিক সম্পর্ক কেমন হওয়া উচিত, সেসব বিষয়ও অর্জন করতে হবে।

সংস্কৃতির পরিবর্তন এবং সমাজের প্রতিটি স্তরে এগিয়ে যাওয়ার বিষয়ে ফলোআপ তথ্য তুলে ধরে তিনি তার বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মমিনুল হক সর্দার। উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক কিঙ্কর সাহা ও মোহাম্মদ হোসেন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক নূর খান, এবং উক্ত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সাবেক সহকারী শিক্ষকবৃন্দসহ অন্যান্য অতিথিবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের বিএনসিসি, রেড ক্রিসেন্ট, স্কাউট ও স্কাউট ব্যান্ড দল অংশগ্রহণ করে অনুষ্ঠানের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। পরে প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী
২৭ জানুয়ারি ২০২৬