নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা

নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক, চাঁদপুরের কৃতি সন্তান ও বর্ষীয়ান রাজনীতিবিদ শহীদুল্লাহ কায়সারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। ১৭ ডিসেম্বর বুধবার দুপুরে তিনি চাঁদপুরে এলে জেলা মুক্তিযোদ্ধা মার্কেটের ৩য় তলায় দলের নেতাকর্মীরা তাঁকে এই ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, জেলা নাগরিক ঐক্যের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তাহের মাস্টার, লেখক ও সমাজকর্মী রোটারিয়ান মাসুদ হাসান, জেলা যুব ঐক্যের নেতা সুজন সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ ।

এসময় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার বলেন, চাঁদপুর আমার জন্মভূমি জেলা। এখানে আমার যৌবনের সুবর্ণ সময় কেটেছে। ছাত্র জীবন থেকে রাজধানীর সুবাদে এই জেলার অনেক পথঘাট আমার খুব চেনা।‌ এই শহরকে ঘিরে আমার অনেক স্মৃতি রয়েছে।

তিনি আরো বলেন, নাগরিক ঐক্য এদেশের গণমানুষের জন্য রাজনীতি করে। বিগত দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে নাগরিক ঐক্যের নেতাকর্মীরা রাজপথে ছিলো। দেশের সকল জেলার ন্যায় চাঁদপুরেও নাগরিক ঐক্যের রাজনৈতিক কার্যাক্রম চলমান রয়েছে। প্রত্যেক উপজেলায় সদস্য সংগ্রহের কাজ চলছে।ইনশাআল্লাহ অতিশীঘ্রই কাউন্সিলের মাধ্যমে চাঁদপুরে নাগরিক ঐক্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। তিনি একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
১৭ ডিসেম্বর ২০২৫