চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের লক্ষে ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে ম্যানেজিং কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গাজী মুক্তার হোসেন।
নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, ৯নং জহিরাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম গাজী,ম্যানেজিং কমিটির কো-অপ্ট সদস্য এমএ হান্নান, অভিভাবক সদস্য মোঃ মনির হোসেন, মোঃ জাহাঙ্গীর সর্দার, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ কেরামত আলী,সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য শাহীনূর আক্তার,শিক্ষক প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, মোঃ সোহেল আহমেদ,সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি ফাতেমা আক্তার প্রমূখ। এসময় অত্র বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের বিভিন্ন অঅলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় বিদ্যালয়ের সভাপতি নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গাজী মুক্তার হোসেন বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভাপতি গাজী মুক্তার হোসেন বলেন, শিক্ষার মান উন্নয়নের করতে সকল ছাত্র-ছাত্রী দের প্রতি অভিভাবকদের দৃষ্টি রাখতে হবে।
প্রতিবেদক: খান মোহাম্মদ কামাল, ৫ ফেব্রুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur