চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের নরদ্দীতে ইকবাল মিয়া (৪৫) নামের চরাঞ্চলের জমির মালিকের উপর অতর্কিত হামলা করেছে আবুল কালামসহ কয়েকজন। এ সময় তার সাথে থাকা জমি বিক্রয়ের ৩ লক্ষ ৮৫ হাজার টাকা ছিনতাই করা হয় বলে ভুক্তভোগীরা জানান।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ইব্রাহিমপুর ইউনিয়নের নরদ্দী বাজরে এ হামলার ঘটনা ঘটে।
আহত ইকবাল মিয়া ইব্রাহিমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লতিফ পাটওয়ারীর ছেলে। তিনি বর্তমানে আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের নরদ্দী গ্রামে ইকবাল মিয়াসহ কয়েকজন প্রায় ৩শ একর জমিতে মাছের ঝিল, বিভিন্ন ধরনের ফসল করে আসছেন। গত রোববার সকালে ইকবাল মিয়া তাদের জমি মাপ করেন। বুধবার সন্ধ্যায় তিনি নরদ্দী বাজারে আসলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা স্থানীয় আবুল কালামের নেতৃত্বে সূরুজ গাজী, সবুজ ছৈয়াল, শাহিন, আহসান, তাজুল বেপারী, তার ছেলে শুক্কুর, আব্বাস মিজি, সোহেলসহ প্রায় ৩০ জন অতর্কিত হামলা করে। পরে আহত অবস্থায় বাজারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
আহত ইকবাল মিয়া জানান, আমি আমার জমি গত রোববার মাপ দেই। বুধবার সন্ধ্যায় চাঁদপুর থেকে জমি বিক্রির ৩ লক্ষ ৮৫ হাজার টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাই। পরে নরদ্দী বাজারে গেলে আবুল কালামের নেতৃত্বে প্রায় ৩০ জন আমার উপর হামলা করে। আবুল কালামকে জিজ্ঞেস না করে কেন জমি মাপ দিলাম এ জন্য আমার উপর হামলা করা হয়। এসময় আমার জুতার বক্সের ব্যাগের ভেতরে থাকা ৩ লক্ষ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তাজুল বেপারী। আমার জ্ঞান থাকা অবস্থায় দেখতে পাই তাজুল বেপারী আমার হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয় যায়। পরে তাদের মারধরে অজ্ঞান হয়ে আমি মাটিতে পড়ে যাই। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছি। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
ইকবালকে মারধর করা হয়েছে বলে আবুল কালাম মুঠোফোনে বিষয়টি স্বীকার করেন।
এ বিষয়ে আহত ইকবালের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুত চলছে বলে ভুক্তভোগীরা জানান।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ৫ ডিসেম্বর ২০২৪