অবিশ্বাস্য এক কীর্তি গড়ে নজর কেড়েছেন মাত্র ১১ বছর বয়সী ইয়াছিন। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিনন্দপুর মদীনাতুল উলুম নূরানী ও হাফেজীয়া কওমি মাদ্রাসার শিক্ষার্থী ইয়াছিন মাত্র নয় মাসেই সম্পূর্ণ কোরআন হিফজ করেছেন।
শনিবার (১ নভেম্বর) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ইয়াছিনকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি মুফতী গোলাম সরোয়ার ফরিদী ছোট্ট হাফেজ ইয়াছিনকে পাগড়ি পরিয়ে দেন।
মাদ্রাসার মোহতামিম মুফতী আব্দুল্লাহ আল জামি বলেন, “নয় মাস আগে ইয়াছিন আমাদের মাদ্রাসায় ভর্তি হয়। শিক্ষক মাহাদী হাসান তামিমের তত্ত্বাবধানে সে কঠোর পরিশ্রম করে খুব অল্প সময়েই কোরআন হিফজ সম্পন্ন করেছে। এটি সত্যিই এক বিরল অর্জন।”
তিনি আরও বলেন, “আমরা ইয়াছিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ইনশাআল্লাহ, সে বড় আলেম হয়ে ইসলাম ও দেশের সেবা করবে।”
ইয়াছিন লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের মো. সবুজের ছেলে। নিজের অনুভূতি জানাতে গিয়ে ইয়াছিন বলেন, “আমি কোরআনের হাফেজ হতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন বড় আলেম হতে পারি।”
অনুষ্ঠানে মাওলানা মুনসুর আহমেদ, মুফতী হাবিবুর রহমান মাহমুদী, মাওলানা জাহিদুল ইসলাম, মাদ্রাসার উপদেষ্টা আব্দুস ছাত্তার মাস্টার, নুরে আলম সিদ্দিকী সেলিম, জসিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আনন্দ ও গর্বের পরিবেশে সম্পন্ন এ অনুষ্ঠানে বক্তারা বলেন, অল্প বয়সেই ইয়াছিনের এমন অসাধারণ সাফল্য মাদ্রাসা ও এলাকার গৌরবকে আরও উজ্জ্বল করেছে।
প্রতিবেদক: মুসাদ্দেক আল আকিব
১ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur