Home / জাতীয় / নয়াপল্টনেই মহাসমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী
kamal
ফাইল ছবি

নয়াপল্টনেই মহাসমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপিকে ঢাকার নয়াপল্টনে তাদের দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ শুক্রবার সন্ধ্যায় এ কথা জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বিষয়টি জানাবেন।’

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি আগামীকাল শনিবার নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগও একই দিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করতে চাইছে।

দুই দলের সমাবেশের অনুমতির বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ডিএমপি সূত্র জানিয়েছে, দুই দলকেই শর্তসাপেক্ষে তাদের পছন্দমতো জায়গায় সমাবেশের অনুমতি দেওয়া হবে।

টাইমস ডেস্ক/ ২৭ অক্টোবর ২০২৩