চাঁদপুর জেলার হাইমচর উপজেলার এম. জে.এস বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২১- ২২ সেশন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এমজেএস বালিকা স্কুল এন্ড কলেজের গভার্নিংবডির সভাপতি ও জেলা পরিষদ সদস্য এসএম আল মামুন সুমন বলেন, ‘ হাইমচরে প্রত্যান্তঞ্চলে চরভৈরবীতে মেয়েদের জন্য কলেজ পর্যায় শিক্ষার ব্যবস্থা করেছে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কলেজ উন্নয়নে এলাকার মানুষ যথেষ্ট সহযোগিতার করেছেন। আমি কলেজের ভবন নির্মাণের জন্য বিভিন্ন দপ্তরের আবেদন করা হয়েছে। ‘
তিনি আরও বলেন, ‘ অচিরে ডা.দীপু মনি প্রচেষ্টায় প্রতিষ্ঠানে ভবন নির্মান হবে। ডা. দীপু কাছে গেলে তিনি কখন ফিরিয়ে দেবেন না। তিনি ভালো কাজে সব সময় সহযোগিতা করে আসছেন। আমাদের সৎ ও ভাল কাজে তিনি সহযোগিতা করবেন। ডা. দীপু মনি’র সহযোগিতায় এ কলেজের একদিন হাইমচরের সেরা কলেজ হবে।’
১৫ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় বিদ্যালয়ের হলরুমে নবীন বরণ অনুষ্ঠানে গভর্নিং বডি,এম জে বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এস এম.আল মামুন (সুমন) এর সভাপতিত্বে ও নীলকমল ওছমানীয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধানশিক্ষক মো.মোশারফ হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক মাহবুবুর রহমান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর কলেজের প্রতিষ্ঠাতা এডভোকেট মোকলেছুর রহমান, চরভৈরবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান বাবুল মাষ্টার,হাইমচর থানার অফিসার তদন্ত কর্মকর্তা উৎপল বিশ্বাস,প্রতিষ্ঠাতানের প্রাক্তন প্রধানশিক্ষক রনজিত অধিকারী, চেয়ারম্যান আহম্মেদ আলী মাস্টার,সহকারী শিক্ষক স্বপন কুমার, বিশিষ্ট সমাজ সেবক নজরুল ইসলাম ফকির,জেলা আওয়ামী মৎস্য জীবী লীগের সাধারণ সম্পাদক মো. মানিক দেওয়ান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মহসিন পাটওয়ারী, চরভৈরবী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইলিয়াস লিটন সহ এম.জে.এস বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ও বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মো. ইসমাইল, হাইমচর
১৫ মার্চ ২০২২