নবান্ন উৎসব ১৪২২ বঙ্গাব্দ উপলক্ষে হাড়িভাঙ্গা, চেয়ার খেলা, চকলেট দৌড়, মোরগ লড়াই, পিঠা উৎসব, যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমী ও শিশু একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেন, নবান্ন উৎসবের মাধ্যমে আমরা খুঁজে পাই বাংলার ঐতিহ্য। পিঠা উৎসবের মাধ্যমে এ দেশের মানুষের অনেক স্মৃতি এসে পড়ে। খুব শীঘ্রই চাঁদপুরে পিঠা মেলা অনুষ্ঠিত হবে। এতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
অনুষ্ঠানে প্রতিযোগীদের অংশগ্রহণ ও পুরস্কার বিতরণীর বাছাই কমিটি দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমান।
চাঁদপুর জেলা শিশু একাডেমীর শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ কাউছার আহম্মদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল।
এ সময় চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড এ এস এম দেলওয়ার হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স চিরান, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আবু সালেহ মোঃ আবদুল্লাহসহ অন্যারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট
।। আপডেট: ১০:৪২ পিএম, ১৫ নভেম্বর ২০১৫, রোববার
ডিএইচ