চাঁদপুর

‘নবান্ন উৎসবের মাধ্যমে আমরা খুঁজে পাই বাংলার ঐতিহ্য’

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি বলেছেন, ‘শেখ হসিনা সরকার কৃষিক্ষেত্রে ভাল সুনাম অর্জন করেছে। নবান্ন উৎসবের মাধ্যমে আমরা খুঁজে পাই বাংলার ঐতিহ্য। পিঠা উৎসবের মাধ্যমে এ দেশের মানুষের অনেক স্মৃতি এসে মনে পড়ে। ’

মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় চাঁদপুর শিশু একাডেমি মিলায়তনে জেলা প্রশাসনের আয়োজনে নবান্ন উৎসব ১৪২৩ বঙ্গাব্দ উপলক্ষে পিঠা উৎসব, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী ইলিশ সম্পর্কে বলেন, ‘চাঁদপুরের ইলিশ বাংলাদেশের ইলিশ হিসেবে স্বীকৃতি লাভ করেছে । আর ইলিশের কারণে চাঁদপুরকে সবাই চিনে ।তাই চাঁদপুরকে ইলিশের বাড়ি বলা হয়।’

তিনি আরো বলেন, ‘সকলকে সন্ত্রাস ,জঙ্গি মাদকসহ সকল অপরাদের বিরোধে এগিয়ে আসতে হবে। আগামি প্রজন্মের কাছের বাঙালির এই নবান্ন উৎসব ধরে রাখতে হবে। তারা যেনো সবসময় এ উৎসব ধরে রাখতে পারে আমাদের সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার ।

জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আবু সালেহ মো. আবদুল্লাহের পরিচালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম , জেলা শিশু একাডেমীর শিশু বিষয়ক কর্মকর্তা মো. কাউছার আহমেদসহ অন্যারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

About The Author

প্রতিবেদক- আনোয়ারুল হক
Share