Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে নবান্ন উৎসব পালিত
নবান্ন উৎসব পালিত

মতলব উত্তরে নবান্ন উৎসব পালিত

চাঁদপুর মতলব উত্তর উপজেলায় প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার(১৫ নভেম্বর) নবান্ন দিবস-১৪২৩ উপলক্ষ্যে উপজেলা লামচরি খান বাড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাইয়ুম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মফিজুল ইসলাম।

তিনি বলেন, দেশের প্রত্যেক নাগরিকের দায়িত্ব আছে বাংলার সংস্কৃতি ধরে রাখা। এখন আর আগের মত গ্রাম-গঞ্জে বিভিন্ন রকমের পিঠা দেখা যায় না। গ্রামের প্রধান সংস্কৃতি হলো পিঠা। আধুনিকতার পাশাপাশি এ পিঠা সংস্কৃতি ধরে রাখতে হবে। তাহলে বাংলার ঐতিহ্য ফুটে উঠবে।

সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এসএম সৈয়দ হোসেন, সহকারি কৃষি কর্মকর্তা মজিবুর রহমান, মোশারফ হোসেন, কৃষক মো. হাবিব উল্লা, উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিদ্যা ভুষণ প্রমুখ।

মতলব উত্তর করেসপন্ডেন্ট ।। আপডটে, বাংলাদশে সময় ৬ :১১ পিএম, ১৫ নভেম্বর ২০১৬, মোঙ্গলবার
এইউ

Leave a Reply