Home / চাঁদপুর / নবাগত ডিসির সাথে জাসাস নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা বিনিময়
ডিসির

নবাগত ডিসির সাথে জাসাস নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা বিনিময়

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সাথে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দরা ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন। ৪ অক্টোবর শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলক্ষক্ষে আয়োজিত সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় অনুষ্ঠান শেষে এই ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চাঁদপুর জেলা শাখার আহবায়ক কাজী মাইনুল হক জীবন, যুগ্ন আহ্বায়ক শোয়েব মোহাম্মদ কলিম, রোটারিয়ান মোহাম্মদ মাকসুদুর রহমান, হাজী মনির খান, পিএম বিল্লাল ও সদস্য সচিব মোবারক হোসেন।

মতবিনিময় সভায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দরা চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনকে ঢেলে সাজানোর প্রস্তাব রাখন। পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনকে রাজনৈতিক মুক্ত রেখে সংস্কৃতি কর্মকাণ্ড পরিচালনা করার জোর দাবি জানান।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ৪ অক্টোবর ২০২৪